বগুড়ার শিবগঞ্জের রায়নগরে
সাবেক ইউপি সদস্য হত্যার প্রতিবাদে এলাকাবাসীর বিশাল মানববন্ধন
মহাস্থান নিউজ:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের ফকির এর স্ত্রী সাবেক ৩বারের মহিলা ইউপি সদস্য নার্গিস আরা বেগম হত্যার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রায়নগর বন্দরে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, নিহত নার্গিস আরা একজন আপোষহীন ৩বারের জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তার এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নেয়ার মতো না। আজ যদি আমরা নিজ বাড়িতেও নিরাপদে না থাকি তাহলে আমরা নিরাপদ কোথায়। ১জন মহিলাকে দিনের বেলা হত্যা করা এ অমানুষের কাজ। যে ২ জনকে পুলিশ আটক করেছে এরা ছাড়াও এদের পিছনে আরও বড় শক্তি আছে। যারা গ্রেপ্তার হয়েছে তারা পিছনের সাড়ির আসামি। যারা প্রথম সাড়ির আসামি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।
পুলিশ প্রকৃত ষড়যন্ত্রকারী, ইন্ধনদাতা, পরিকল্পনাকারী মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করা হবে বলে মানববন্ধন থেকে হুশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রায়নগর বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিহত নার্গিস আরা বাড়ির সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ছেলে হাদিসুর রহমান, মেয়ে তানিয়া আফরোজ, নিহতের ভাই তানভীর আলম রিমন, ইউপি সদস্য আবু রায়হান, মাওঃ রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, মোফাইদুল ইসলাম, শাহজালাল, সাইফ উদ্দিন, জোবায়ের হোসেন, আলাউদ্দিন, জালাল উদ্দিন, জুলফিকার আলী, লাভলী আকতার সহ এলাকার হাজারো নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।