মহাস্থান নিউজ:
বগুড়ার ধুনট উপজেলায় চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা শাহিনুর আলম টগরকে (৪০) ধুনটে এক বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে ধুনট থানা থেকে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মাঠপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শাহিনুর আলম টগর ধুনট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মাঠপাড়া গ্রামের বাসিন্দা। ব্যবসায়ীক প্রয়োজনে বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যক্তির কাছ থেকে ব্যাংকের চেক দিয়ে ১০ লাখ টাকা ধার নেয় সে। পরবর্তীতে সেই টাকা পরিশোধ না করায় ওই ব্যক্তি ২০২১ সালে বগুড়া ম্যাজিস্ট্রেট আদালতে টগরের বিরুদ্ধে ব্যাংক চেক ডিজঅনার মামলা করেন।
ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী হাকিম মামলার শুনানি শেষে ২০২২ সালের ১ ডিসেম্বর শাহিনুর আলম টগরকে দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা ও ১ বছরের কারাদন্ড দেন। ঘটনার পর থেকে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেফতার পরোয়ানামূলে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।