রির্পোট
মহাস্থান নিউজ:
ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন দুই ভাই বোন। সাত বছর বয়সী বোন নিজের হাতে ছোট ভাইয়ের মাথাকে আগলে রাখে যাতে সে কোনো কিছুতে আঘাত না পায়। ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ওই দুই ভাই-বোনকে জীবিত উদ্ধার করা হয়। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের এমনই একটি মর্মস্পর্শী ছবি অনলাইনে ভাসছে। মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের একজন প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিটি শেয়ার করেছেন। টুইটার পোস্টে সাফা লেখেন, ‘সাত বছরের মেয়েটি তার ভাইকে নিরাপদে রাখার জন্য তার মাথায় হাত দিয়ে রেখেছিল।
তারা সেখানে ৩৬ ঘন্টা আটকে ছিল। দেখলাম কেউ ছবি শেয়ার করছে না। তারা মারা গেলে হয়তো সবাই শেয়ার করতেন। ইতিবাচক জিনিস শেয়ার করুন।’
ছবিটি ইন্টারনেট ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। কঠিন পরিস্থিতি সত্ত্বেও মেয়েটি তার সহানুভূতিশীল আচরণের জন্য প্রশংসিত হচ্ছে।
মেয়েটির নাম মরিয়ম, ছোট সন্তানের নাম ইলাফ। তাদেরকে কম্বলে মড়িয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের চিকিৎসা করা হচ্ছে।