সুকেশ চন্দ্রশেখর ২০০ কোটি রুপি পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় এখন কারাবন্দি। সেখান থেকে সরাসরি তিনি দোষারোপ করলেন অভিনেত্রী নোরা ফাতেহিকে। দিল্লির মান্ডোলি কারাগারে বসে চিঠি লিখে নোরার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন সুকেশ।
সুকেশ জানান, নোরা তার এবং জ্যাকুলিনের বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছেন তার সবই মিথ্যা। শুধু তাই নয়, নোরা বরাবরই তার এবং জ্যাকুলিনের সম্পর্ক নিয়ে হিংসা করতেন।
সুকেশ লিখেছেন, ক্যারিয়ার ধ্বংস করতে এই মামলায় নাম জড়ানোর যে অভিযোগ নোরা তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। ইডিকে দেওয়া নোরার বক্তব্য এবং ইকোনমিক অফেন্স উইং-এ দেওয়া বক্তব্য সম্পূর্ণ আলাদা বলেও সুকেশ চিঠিতে উল্লেখ করেন।
সুকেশ আরও লিখেন, নোরা বরাবরই জ্যাকুলিন ও তার সম্পর্ককে হিংসা করতেন। একাধিক বার তার কাছে জ্যাকুলিনকে খারাপ প্রমাণ করার চেষ্টা করেন নোরা। নোরা দিনে তাকে একাধিকবার ফোন করতেন বলেও দাবি করেন সুকেশ।
চিঠিতে নোরাকে দামি গাড়ি কিনে দেওয়ার কারণও জানান সুকেশ। তিনি জানান, নোরা নিজের গাড়ি বদলাতে চেয়েছিলেন। সেই গাড়ি তার বন্ধু ববি খানের নামে নিবন্ধন করেন নোরা। এই সব কথোপকথনের স্ক্রিনশট ইডিকে ইতিমধ্যেই পাঠিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন সুকেশ।
এদিকে নোরা ইডিকে জানিয়েছেন, ২০২০ সালের একটি ইভেন্টে তাকে আমন্ত্রণ জানান সুকেশের স্ত্রী। সেখানেই তাকে ফোন, ব্যাগ এবং বিএমডব্লিউ কোম্পানির গাড়ি উপহার দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু তিনি ফোন ও ব্যাগ নিলেও গাড়িটি আরেকজনকে দেওয়া হয় বলে জানান নোরা। সুকেশ চিঠিতে লিখেন, অবৈধ কোনো লেনদেন হয়নি নোরার সঙ্গে। শুধু একটি ইভেন্টেরের জন্য তাকে টাকা দেওয়া হয়। সূত্র: নিউজ এইট্টিন