গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনের বয়ান শেষে আখেরি মোনাজাত শুরু হয়েছে। এরপরই আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তাবলীগ জামাত আয়োজিত দ্বিতীয় পর্বের ইজতেমা।
রোববার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। এই মোনাজাত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এর আগে, রোববার (২২ জানুয়ারি) বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুরসালিন। সকাল ৯টায় মাওলানা মোশারফ হোসেনের তালিম শুরু হয় এবং সাড়ে ৯টা থেকে হেদায়েতের কথা।