নারীর অভিযোগের ভিত্তিতে পুণে পুলিশ গত বুধবার সাতজনের বিরুদ্ধে এফআইআর নিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে ওই নারীর স্বামী, শ্বশুরবাড়ির লোকজন এবং তান্ত্রিক।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই নারী পৃথক বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
প্রথম একটি অভিযোগে ওই নারী জানিয়েছেন, তার শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের সময় (২০১৯ সালে) যৌতুক দাবি করেছিলেন; যার মধ্যে নগদ টাকা, সোনা এবং রূপার গয়না ছিল।
ডেপুটি পুলিশ কমিশনার সুহাইল শর্মা বলেছেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। যে স্থানে এসব হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে, সেসব স্থানে আমাদের খোঁজ-খবর চলছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যেষ্ঠ একজন কর্মকর্তাকে।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারী নারীর শ্বশুরবাড়ির লোকজন শিক্ষিত; কিন্তু এখনো এ ধরনের অনুশীলনে জড়িত।
সূত্র: এনডিটিভি