মানবতাবিরোধী অপরাধ (যুদ্ধাপরাধ) মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হুদাকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-২ ও র্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়া শহরের মালগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
নাজমুল হুদা (৭২) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের মৃত রইচ উদ্দিন সরকারের ছেলে। গাজীপুরের টঙ্গী উপজেলার কাজীপাড়া রোডের খরতৈল পশ্চিমপাড়ায় তার বাড়ি আছে।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরোধী মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা হয়। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
স্কোয়াড কমান্ডার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বগুড়ায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি জামায়াতের সক্রিয় সদস্য হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিলেন। সোমবার রাতেই তাকে বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।