বাড়ি ও সাবেক কার্যালয়ে ‘টপ সিক্রেট’ নথি আবিষ্কারের পর রিপাবলিকনরা বাইডেনের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলেছেন। গোপন নথি উদ্ধার করতে এফবিআই ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। ট্রাম্পকে নিয়ে বাইডেন ওই সময় বলেছিলেন, কীভাব একজন এতটা দায়িত্বজ্ঞনহীন হতে পারেন?
২০২২ সালে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে শতাধিক গোপন নথি উদ্ধারের পর স্পেশাল কাউন্সিল বিষয়টি তদন্ত করছে। জো বাইডেনের বেলাতেও গোপন নথি বেআইনিভাবে সংরক্ষণের বিষয়টি তদন্তে একজন স্পেশাল কাউন্সিলকে নিয়োগ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, একজন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর হোয়াইট হাউসের সমস্ত ফাইল ‘ন্যাশনাল আর্কাইভস’ এ অবশ্যই জমা দিতে হয়।
অবশ্য জো বাইডেন নিজের কাছে গোপন নথি থেকে যাওয়ার বিষয়টি কবে জানতে পেরেছেন, সে বিষয়ে হোয়াইট হাউস থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে, তার আইনজীবীরা সেগুলো খুঁজে পাওয়া মাত্র যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে।
সূত্র: ভয়েস অব আমেরিকা