নিহত ব্যক্তির নাম আব্দুল জলিল (৫৫)। তিনি বিরামপুরের উত্তর ভগবতীপুর গ্রামের মৃত ছোবহান আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানায়, বিকেলে নবাবগঞ্জ থেকে বিরামপুর আসার পথে নাওভাংগা ব্রিজের নিকট মোটরসাইকেল-বাইসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বাইসাইকেল আরোহী আব্দুল জলিল মারা যান।