ষ্টাফ রিপোর্টারঃ দুর্নীতির মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সাথে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার তারিখ ধার্য্য করা হয় আগামী ১৯ মে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আবুল কালাম আজাদ।
তিনি বলেন, দুর্নীতির অভিযোগে নূর আফরোজ বেগমের বিরুদ্ধে ৫৩ লাখ ২৮ হাজার টাকা অবৈধ সম্পর্দ অর্জনের তথ্য পায় দুদক। একই সঙ্গে নূর আফরোজ বেগম জ্যোতি ২৮ লাখ টাকা তথ্য গোপন করেছিলেন। এই বিষয়টি অনুসন্ধানে পেয়ে দুদক তার বিরুদ্ধে প্রায় এক যুগ আগে মামলা করে। এই মামলার বিচারকাজ শুরু হয় ২০১৭ সালে।
এই মামলার আজ বুধবার যুক্তিতর্ক শুনানি ছিল। এ সময় নূর আফরোজ বেগম জ্যোতির আইনজীবী সময় প্রার্থনা করেন। কিন্তু আদালত সময় আবদেন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জানি করেন। একই সাথে এই মামলার রায় গোষণার জন্য আগামী ১৯ মে ধর্য করেন।
নূর আফরোজ বেগম জ্যোতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। তিনি অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন ১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।