যমুনা নিউজ বিডিঃ মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) দুপুরে রাজৈরের হৃদয়নন্দীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দী গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে হৃদয়নন্দী গ্রামের সজিব নামে এক যুবক মীমাংসার কথা বলতে পশ্চিম রাজৈর গ্রামে যায়। সেখানে তাকে আসাদ, জুয়েল ও রনিসহ বেশ কয়েকজন মিলে মারধর করেন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মীর নাজমুল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।