যমুনা নিউজ বিডিঃ ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষে নির্বাচনের ফলাফলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সমর্থকদের উদ্দেশে ৬৪ বছর বয়সী মার্কোস বলেছেন, ‘আশা করছি, আপনারা আমাদের বিশ্বাস করতে গিয়ে ক্লান্ত হবেন না। আমাদের প্রচুর কাজ করতে হবে।’
ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র দেশটিতে ‘বংবং মার্কোস’ নামেই বেশি পরিচিত। ফিলিপিনো এ রাজনীতিবিদ ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত সিনেটরের দায়িত্ব পালন করেছেন।
তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে। ১৯৬৫ থেকে ১৯৮৬ পর্যন্ত ক্ষমতায় ছিলেন ফার্ডিনান্দ। দুর্নীতি, বিলাসিতা ও নিষ্ঠুরতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।