শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরে ট্রাক -মোটরসাইকেলের সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত ও দুই ছাত্র আহত হয়েছে। গত শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর হল, ফুলতলা এলাকার আব্দুল মজিদের পুত্র নওয়াজ আল সাইমান(২৫)। সে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের(এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত দু’জন ফুলদীঘি এলাকার বাসিন্দ ও এআইইউবির ছাত্র এস এম সাকিব(২৫) ও মোহাম্মাদ পিয়াল (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে ওই তিন বন্ধু বগুড়ার বনানী পর্যটন মোটেল মোড় থেকে ফুলতলা জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। এ সময় ফুলদীঘি নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সাইমান মারা যায়। কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাজু কামাল জানান, দুর্ঘটনার পর পরই ট্র্কটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । আহত দু’জনে বর্তমানে গুরুতর অবস্থায় একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।