ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া কলেজ গভর্নিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন শফিক বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে শিক্ষার প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। দেশের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল বাধা উপেক্ষা করে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। শিক্ষার উন্নয়ন মানে জাতির উন্নয়ন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া কলেজের চতুর্থ তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও সাবেক এমপি এডভোকেট সফুরা বেগম রুমি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডাঃ মকবুল হোসেন।
বগুড়া কলেজের অধ্যক্ষ একেএম মঈন উদ্দিনের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য এমএ বাসেত, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি হায়দার আলী সরকার, নুনগোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ, লোকালয় প্রোপার্টিজের স্বত্তাধিকারী খন্দকার রবিউল আলম লিটন, ব্যাংকার দিলীপ কুমার সাহা, ডাঃ শাহীন, মোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রভাষক মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রনেতা এসএম জোবাইদুল ইসলাম আসাদ, জেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তোহা, সেভিট মন্ডল, মোস্তফা আল মামুন, কাওসার আহমেদ জয়, বাপ্পিসহ বগুড়া কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।