৭ই মার্চ
==========
কবি আতাউল ইসলাম সবুজ
==================
আবৃত্তিঃ আফসানা রিমা
=========================
আমি একটি গানের কথা বলছি
যে গান শোনে এদেশের মানুষ।
দলে দলে যুদ্ধে গিয়েছিল
প্রাণের বাজি রেখে, ছিল না তাদের হুঁশ।
আমি একটি কবিতার কথা বলছি
যে কবিতা পড়ে ক্ষুধার্ত যোদ্ধারা।
দেশ স্বাধীনের জন্য জয় বাংলা স্লোগান দিয়ে
তাদের আহার জোগাত স্লোগান দ্বারা।
আমি একটি মিছিলের কথা বলছি
যে মিছিলে বজ্রকন্ঠে আওয়াজ তুলেছিল।
এদেশের ছাত্র শিক্ষক আপামর
মেহনতি জনতার দল, জয় বাংলা স্লোগান দিল।
আমি স্বাধীনতার কথা বলছি
কবিতা ও গানের মাঝে আমাদের মনে।
যা মিশে আছে একাকার হয়ে
এই বাংলার কোটি মানুষের প্রাণে।
আমি বঙ্গবন্ধুর ৭ই মার্চের কথা বলছি
সারা বাংলার মহান নেতার বজ্রকন্ঠ।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।