পেকুয়া প্রতিনিধি;কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে ডাম্পার ভর্তি অবৈধ গর্জনগাছ ও চেরাইকাঠ জব্দ করেছে বনবিভাগ। এসব গাছ ও কাঠের মুল্য আনুমানিক ৬ লক্ষ টাকা বলে জানা গেছে।
বৃহষ্পতিবার (১৩জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মগনামা-বরইতলি বানৌজা শেখ হাসিনা সাবমেরিন সংযোগ মহাসড়কের সালাহ উদ্দিন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ডাম্পারভর্তি বিপুল পরিমান গর্জনগাছ জব্দ করে। পরে সাড়ে ৫টায় পৃথক অভিযান চালিয়ে এবিসি মহাসড়কের সরকারী হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে প্রায় দেড়শ ঘনফুট চিরাই গর্জনকাঠ জব্দ করে।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন,একটি শক্তিশালী গাছ চোর সিন্ডিকেট চট্টগ্রাম, বান্দারবন ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিনি প্রজাতির চেরাইকাঠ ও গর্জনগাছ পাচার করে আসছে। ডাম্পারভর্তি গর্জন ও চেরাইকাঠ পাচার করার সময় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬লক্ষ টাকার গাছসহ একটি ডাম্পার জব্দ করি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক।