পেকুয়া প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় টইটং হাজ্বী বাজারে আর এফ এল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।
১০ জানুয়ারী (সোমবার) দুপুরে হাজ্বীবাজারস্থ আলহাজ্ব রাজামিয়া মার্কেটের নিচ তলায় শাহাজান টেলিকম নামক দোকানে এ উদ্বোধনের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, হাজীবাজার পরিচালনা কমিটির, সভাপতিত্ব মাস্টার নজরুল ইসলাম।এবং
হাজীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাজান এবং উপস্থিত ছিলেন, আর এফ এল এক্সক্লুসিভ শোরুমের জিএম, এবং উপস্থিত ছিলেন হাজীবাজারের ব্যবসায়ী বৃন্দরা,,,,