জাহিদুল ইসলাম নিক্কন:ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় ঈশ্বরদী পাবনা মহাসড়কের কালিকাপুর বাজারে এ ঘটনা ঘটে। মাথায় আঘাত পেয়ে মা ঘটনাস্থলে মমতা খাতুন (৭০)ও ছেলে মাহাতাব (৩৫) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতদের বাড়ি পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাতি গ্রামে। পাকশী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল বাশার এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি আরো জানান ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছেন এখন পর্যন্ত তাকে শনাক্ত করা যায়নি। কালিকাপুর বাজারের প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধ মা মমতা খাতুনকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ছেলে মাহাতাব দাশুড়িয়া হইতে পাবনা দিকে যাচ্ছিলেন। কালিকাপুর বাজার এলাকা অতিক্রম করার সময় মায়ের শাড়ি বা অন্যায় মোটর সাইকেলের চাকার সাথে পেঁচিয়ে গেলে মমতা খাতুন ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়, এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ছেলে মাহাতাব গুরুতর আহত হয়। মাহাতাব কে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে ইসলামকাতি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে হাজার হাজার গ্রামবাসী আহাজারি করতে দেখা যায়।