পাঁচদেশীয় কবিদের সাথে নিয়ে ব্যাতিক্রমধর্মী এক বিবাহ অনুষ্ঠান হয়েছে ফেনিতে। অনুষ্ঠানে আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য সমাহার পরিষদের সভাপতি নজরুল ইসলাম বাঙালী এবং সাধারণ সম্পাদক শাহজাহান মজুমদারের আয়োজন এটি অনুষ্ঠিত হয়।
এতে আন্তর্জাতিক ভাবে পাঁচ দেশীয় ( বাংলাদেশ, ভারত, আমেরিকা, নেপাল, ভূটান ) কবি সম্মেলনের মধ্যে দিয়ে বিয়ে হলো নজরুল বাঙালীর বড় ছেলের । বিজয়ের ৫০ বছর উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২১ শে ফেনির ফরহাদ নগরে এই আন্তর্জাতিক কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় কবিদের মিলন মেলায় ভরে উঠে ফেনির ফরহাদ নগর নজরুল ইসলাম বাঙালীর” কবি ভবন”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকাবাসী ও দেশের বিভিন্ন জেলার সহ পাঁচ দেশের কবিরা। অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কবিদের জন্য সম্মাননা হিসেবে ক্রেষ্ট, মেডেল ও সাটিফিকেট দেওয়া হয়।