বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি) : স্বাধীন বাংলাদেশ
১. ১৯৭১ সালের ৩ মার্চ কে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বায়ন করেন? —ইয়াহিয়া খান
২. ১৯৭১ সালের ৩ মার্চ এর জাতীয় পরিষদের অধিবেশন স্থাগত ঘোষিত হয় কেন? —– ভূট্টোর অধিবেশনে যোগ দিতে অস্বীকার করায়
৩. কি থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়? —–১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ থেকে
৪. ১৭ মার্চ টিক্কা খান,রাও ফরমান আলী বাঙালির উপর যে নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করেন এটা ইতিহসে কি নামে পরিচিত? ——অপারেশন সার্চ লাইট
৫. ’অপারেশন সার্চ লাইট’ শুরু হয় কখন? ——১৯৭১ সালের ২৫ মার্চ রাতে
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোন স্থানটির নাম ’’মুজিবনগর’’ করা হয়? —— মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননকে
৭. কত সালে মুজিবনগর সরকার গঠিত হয়? ——১৯৭১ সালের ১০ এপ্রিল
৮. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কখন? ——১৯৭১ সালের ১৭ এপ্রিল
৯. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? ——-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1০. মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি কে ছিলেন? —— সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি)
1১. পাকিস্তানের ২৪বছরের মধ্যে বঙ্গবস্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? ——১২ বছর
1২. কখন স্বাধীন বাংলাদেশের সরকার ভারত থেকে ঢাকায় এসে শাসন ক্ষমতা গ্রহণ করে? ——১৯৭১ সালের ২২ ডিসেম্বর
1৩. কখন স্বধীনতার স্থপাথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে এসে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন? ——১৯৭২ সালের ১০ জানুয়ারী
1৪. কখন স্বধীনতার স্থপাথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংস হত্যাকান্ডের শিকার হন? —— ১৯৭৫ সালের ১৫ আগস্ট
1৫. ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে কত সদস্যবিশিষ্ট্য ‘’খসড়া সংবিধান কমিটি’’ গঠন করেন? —–৩৪ সদস্য বিশিষ্ট্য
1৬. বঙ্গবন্ধু কত সালে ‘’বাংলাদেশ গণপরিষদ’’ নামে একটি আদেশ জারি করেন?? —–১৯৭২ সালের ২৩ মার্চ
1৭. বঙ্গবন্ধু কাকে প্রধান করে ১৯৭২ সালে নতুন শিক্ষা কমিশন গঠন করেন? —- বিশিষ্ট বিজ্ঞানী ড. কুদরত-এ-খুদা
1৯. পাকিস্তান আমলে বাংলাদেশ ভূ-খণ্ডে কত হাজার প্রাথমিক বিদ্যালয় ছিল? —–৩৮ হজার
2০. কত সালে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? —-১৯৭৩ সালের ৭ মার্চ
2১. মুজিবনগর সরকারের প্রধান মন্ত্রী কে ছিলেন? —– তাজ উদ্দিন আহম্দ 2২. মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রী কে ছিলেন? —– এম. মনসুর আলী
2৩. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? —– এ.এইচ.এম কামরুজ্জামান
2৪. মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইন-মন্ত্রী কে ছিলেন? —– খন্দকার মোশতাক আহম্দ
2৫. মুক্তিযুদে্ধ প্রধান সেনাপতি কে ছিলেন? —– কর্নেল (অব.) এম.এ.জি. ওসমানী
2৬. মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয় কত সদস্য বিশিষ্ট? —– ৬ সদস্য বিশিষ্ট
2৭. মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কতটি মন্ত্রনালয় বা বিভাগ ছিল? —–১২ টি
2৮. মুজিবনগর সরকারের প্রধান বিচারপতি কে ছিলেন? —– আবু সাঈদ চৌধুরী
2৯. ১০ এপ্রিল মুজিবনগর সরকার দেশকে কতটি সামরিক জোনে ভাগ করে? —— ৪ টি সেক্টর 3০. ১১ এপ্রিল মুজিবনগর সরকার পুনরায় দেশকে কতটি সামরিক জোনে বা সেক্টরে ভাগ করে? ——১১ টি সেক্টরে
3১. পাকিস্তানের ২৪বছরের মধ্যে বঙ্গবস্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? ——১২ বছর
3২. কখন স্বাধীন বাংলাদেশের সরকার ভারত থেকে ঢাকায় এসে শাসন ক্ষমতা গ্রহণ করে? ——১৯৭১ সালের ২২ ডিসেম্বর 3৩. কখন স্বধীনতার স্থপাথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে এসে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন? ——১৯৭২ সালের ১০ জানুয়ারী
3৪. কখন স্বধীনতার স্থপাথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংস হত্যাকান্ডের শিকার হন? —— ১৯৭৫ সালের ১৫ আগস্ট
3৫. ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে কত সদস্যবিশিষ্ট্য ‘’খসড়া সংবিধান কমিটি’’ গঠন করেন? —–৩৪ সদস্য বিশিষ্ট্য
3৬. বঙ্গবন্ধু কত সালে ‘’বাংলাদেশ গণপরিষদ’’ নামে একটি আদেশ জারি করেন?? —–১৯৭২ সালের ২৩ মার্চ 3৭. বঙ্গবন্ধু কাকে প্রধান করে ১৯৭২ সালে নতুন শিক্ষা কমিশন গঠন করেন? —- বিশিষ্ট বিজ্ঞানী ড. কুদরত-এ-খুদা 3৯. পাকিস্তান আমলে বাংলাদেশ ভূ-খণ্ডে কত হাজার প্রাথমিক বিদ্যালয় ছিল? —–৩৮ হজার
4০. কত সালে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? —-১৯৭৩ সালের ৭ মার্চ
৪১. বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় কত সালে? —-১৯৭২ সালে ৪২. বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় কত সালে? —- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
৪৩. বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কি পদকে ভূষিত করেন? —- জুলিও কুরি শান্তি পদক
৪৪. ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের ১ম অধিবেশনে ড. কামাল হোসেনের নেতৃত্বে কত সদস্য বিশিষ্ট “ খসড়া সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়?? —- ৩৪ সদস্য
৪৫. ১৯৭২ সালের ১২ অক্টোবর কোথায় ‘খসড়া সংবিধানটি’ বিল আকারে পেশ হয়? —- গণপরিষদের ২য় অধিবেশনে
৪৬. ১৯৭২ সালের সংবিধানটি কখন থেকে কার্যকর হয়? —- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে
৪৭. ভারতে সংবিধান প্রনয়ন করতে সময় লেগেছিল কত দিন? —- ৩ বছর (১৯৪৭-১৯৪৯)
৪৮. পাকিস্তানে সংবিধান প্রনয়ন করতে সময় লেগেছিল কত দিন? —-৯ বছর (১৯৪৭-১৯৫৬) ৪৯. বাংলাদেশে সংবিধান প্রনয়ন করতে সময় লেগেছিল কত দিন? —- মাত্র ১০ মাস সময় (১৯৭১ সালের ২৬ মার্চ-১৯৭২সালের ডিসেম্বর) ৫০. ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কতটি মূলনীতির কথা বলা হয়েছিল? —- ৪টি. ( জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র,ও ধর্মনিরপেক্ষতা)