আপনার রেজিস্টার কৃত মোবাইল সিম হতে *16001# ডায়াল করে ফিরতি মেসেজে আপনার এনআইডি/জাতীয় পরিচয় পত্রের last 4 টি ডিজিট সেন্ড করে জেনে নিন আপনার NID হতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে । যদি আপনার ব্যবহৃত সিম ব্যতীত অন্য কোন সিম রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট অপারেটরের ফোন করে আজই রেজিস্ট্রেশন বাতিল করুন/অভিযোগ দিন। নতুবা উক্ত সিম দ্বারা কোন অপরাধজনক কার্যকলাপ হলে আপনি বিপদে পড়তে পারেন বা হয়রানির শিকার হতে পারেন । অতএব বাংলাদেশের নাগরিক হিসেবে নিজে সচেতন হোন, বিপদ থেকে মুক্ত থাকুন। ধন্যবাদ।