অপরাধ ব্যবসায়ীকে কু’পিয়ে উল্লাস আটক দুই। Mohasthan মে ২৯, ২০২১ 33 Views Share 2 Min Read SHARE কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে অস্ত্র নিয়ে লুঙ্গিড্যান্স গানের সাথে নাচানাচি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এঘটনায় মেহেদীর পর র্যাবের হাতে আটক হয়েছে মোঃ রাসেল মিয়া (২৫) ও হামলা মামলার প্রধান আসামী মোঃ শাহজালাল(৩৫)। ২৮ মে শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। গত ১৪ মে রাতে দোকান থেকে বাড়ী ফেরার পথে ওই ব্যবাসায়ী দোলোয়ারকে কুপিয়ে আহত করা হয়। পরে গত ১৭মে সাতজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন হামলায় আহত দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার। মামলা ও ভাইরাল হওয়া ভিডিওটির সূত্র ধরে গত সোমবার রাতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। হামলায় আহত মো: দেলোয়ার হোসেন বলেন, হামলাকারীরা মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের জ্বালায় অতিষ্ঠ স্থানীয়রা । এসব কাজে বাঁধা দেওয়ার জের ধরে আমার উপর হামলা করে । পরবর্তীতে অস্ত্র হাতে গানের সাথে নেচে ফেসবুকে ভিডিও আপলোড করে আমাকে হুমকী দেয়া হয়। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই । পৃথক অভিযানে এখন পর্যন্ত আটকৃতরা হলো, রাম দা নিয়ে নাচানাচি করা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদি হাসান (২৫) ও লাঠি নিয়ে নাচানাচি করা চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের আব্দুর রশিদের ছেলে রাসেল মিয়া (২৩) এবং মামলার প্রধান আসামী কোমরডোগা গ্রামের গ্রামের সিরাজ মিয়ার ছেলে । র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব শুক্রবার বিকাল ৩ টায় প্রেস ব্রিফিং করে জানান, ব্যবসায়ীকে হামলার পর অস্ত্র নিয়ে লুঙ্গিড্যান্স নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর কুমিল্লাসহ সারাদেশে ব্যাপক আলোচনা- সমালোচনা সৃষ্টি হয়েছে। তাই এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করি। বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহ থাকবে। আসামীদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে। Share This Article Facebook Whatsapp Whatsapp Copy Link Print – Advertisement –সর্বশেষ সংবাদ বগুড়ার ধুনট হাসপাতালে সক্রিয় নারী পকেটমার চক্র, টার্গেট রোগীদের ভ্যানেটিব্যাগ অপরাধ বগুড়ার ধুনটে ব্যবসায়ীর হাত থেকে মায়ের ইজ্জত বাঁচালো ছেলে অপরাধ বগুড়া থেকে নিখোঁজ ৭ জন রাঙ্গামাটিতে উদ্ধার অপরাধ শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি, শনিবারও হবে ক্লাস শিক্ষা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি এর পক্ষ হতে ৩০০ জন ঈদ উপহার পেলেন সারাদেশ উত্তরবঙ্গের ট্রেনযাত্রীদের জন্য দুঃসংবাদ জাতীয় বাংলাদেশের মানচিত্র