আজ ঐতিহাসিক ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস।
১৯৭১সালে ১৭ এপ্রিল এই দিনটি বাংলার ইতিহাসে প্রতিটি বাঙালী মনে অবিস্মরণীয় হয়ে থাকবে আজকের এই দিনে আজ যাদের খুব বেশি মনে পড়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীয় জনক বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতীয় চার নেতা জনাব তাজউদ্দীন আহমদ,সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী ,কারূজামান সহ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সহিদ মুক্তিযোদ্ধাদের এবং ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনেদের ইজ্জত ও আত্ম ত্যাগের বিনিময়ে আমাদের আজকের বাংলাদেশ পেয়েছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন রনাঙ্গনে যুক্ত থাকা সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা এখনো বেঁচে আছেন।১৯৭১ সালে ১৭ই এপ্রিল এই দিনে মেহেরপুর বৈদ্যনাথ তলায় আম্র কাননে ঐতিহাসিক মুজিবনগরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঐ শপথ অনুষ্ঠান সৈয়দ নজরুল ইসলাম কে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দীন কে প্রধান মন্ত্রী করে মন্ত্রী পরিষদ ঘোষণা সহ এম এ জি ওসমানী কে প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় ।পরবর্তীতে এই মুজিবনগর সরকারের বলিষ্ঠ নেতৃত্ব আজকের এই বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভোম দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্হান করে নেয়।আজকের নতুন প্রজন্মকে এই সব বীর গাথা ইতিহাস জানতে হবে তা হলেই কেবল শহীদের রক্ত কোন দিন বিথা যাবে না।দেশে সন্ত্রাস জঙ্গিবাদ কখনো কায়েম হবেনা।