বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। জেলা যুবলীগের সভাপতি ও প্রতিষ্ঠানের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রেকৌশলী মো. আরিফুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আব্দুল হামিদ, একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান। আরও বক্তব্য রাখেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য কবিরাজ তরুন কুমার চক্রবর্ত্তী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের হোসেন ম্বরাজ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক নার্গিস আক্তার, শ্রমিক লীগ নেতা কামরুল মোর্শেদ আপেল প্রমুখ। এরআগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, ব্যাঙ দৌড়, মোড়গ লড়াই, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।