স্টাফ রিপোর্ট : বুধবার মেলার শেষ দিনে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের যোগ সূত্রে বগুড়া শিক্ষা মেলা ২০২৪ এক মিলন মেলায় রূপ নিয়েছে। মেলার প্রথম দিনে মেলা উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য জননেতা রাগীবুল আহসান রিপু এমপি। এরপরে মেলার অনুষ্ঠানমালা দুই ভাগে বিভক্ত করা হয়। সোমবারে সাধারণ শিক্ষা নিয়ে আলোচনায় মেলার আহ্বায়ক শিক্ষাবিদ প্রফেসর শামসুল আলম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদুল আলম, সহযোগী অধ্যাপক ও স্বাধীনতা বিসিএস শিক্ষক পরিষদের বগুড়া জেলার সাধারণ সম্পাদক এ কে এম সোলায়মান হোসেন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী সহ অনেকে।
মঙ্গলবারে এই শিক্ষামেলা ২০২৪ এ কারিগরি শিক্ষা নিয়ে মেলা কমিটির আহ্বায়ক প্রফেসর শামসুল আলম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আবু সায়েম জাহান, বিট শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, গ্লোবাল টাচ্ ইনস্টিটিউটের উপাধ্যাক্ষ প্রকৌশলী মৌসুমী আক্তার, তারা বাংলাদেশের কারিগরি শিক্ষার বিভিন্ন প্রেক্ষাপট তাদের বক্তব্যে তুলে ধরেন। তারা আরও বলেন বাংলাদেশের জনসাধারণকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়তে খুব একটা বেগ পেতে হবে না।
আজ মেলার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অতিরিক্ত সচিব জনতা ব্যাংক পিএসসি এর পরিচালক আব্দুল মজিদ। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পাঁচজনকে সম্মাননা প্রদান করা হবে বলে জানান মেলার আহ্বায়ক আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম জয়।