সমালোচিত ডা.সাবরিনা হুসেন মিস্টি’র প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বন্দিনী’ এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। তিন বছর বন্দিনী জীবনের কথা নিয়ে ডা.সাবরিনার এই গ্রন্থটি প্রকাশ করেছেন। করোনাকালীন সময়ে ডা.সাবরিনা নেতিবাচক কর্মকান্ডের জন্য টক অব দ্য কান্ট্রি ছিলেন।
এদিকে একটি ভিডিওতে দেখা যায়, বইমেলায় তার প্রচারণার সময় কান্নার কারণে কোন কথা ঠিক মতো বলতে পারেছেন না। এই সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, মেয়েরা শুধু কারাগারে বন্দী থাকে না, যখন থেকে সে বুঝতে শুরু করে সে একজন মেয়ে তখন থেকে সে সামাজিকভাবে বন্দী। এই বিষয়টি বন্দিনী বইয়ে তুলে ধরেছি, আমার মনে হয় সবার এই বই পড়া উচিত।
তিনি আরো বলেন, আজ আমি আবেগ আপ্লুত হয়ে গেছি, কোন কথা বলতে পারছি না। এতো দিন আমি বলেছি, এখন আপনারা এই পড়বেন আর বলবেন। এরপর তিনি আবার কাঁন্না শুরু করেন।
এর আগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই জাল রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় তিনি তিন বছর কারাগারে ছিলেন।