খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নির্বাচনের আগে নয় মাস চালের দাম বাড়েনি। নির্বাচন পরবর্তী সরকার গঠনের সময় লোভী ব্যবসায়ীরা লোভ দমাতে পারেননি বলে দাম বেড়ে গেছে। আমনের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি কোনভাবেই যুক্তিসঙ্গত নয়।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এতে আরো বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার পাল, খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দীন, শেরপুর ইউএনও সুমন জিহাদী। এছাড়াও সভায় বক্তব্য দেন চাল ব্যবসায়ী, বাজার মালিক সমিতি ও চালকল মালিক সমিতি, অটো রাইস মিল মালিক সমিতির পক্ষ থেকে আমিনুল ইসলাম দুদু, গোলাম কিবরিয়া বাহার, শাহ আবুল কালাম আজাদ, নাহিদুল ইসলাম, ফরিদ আহমেদ মোল্লা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফসহ প্রশাসন, খাদ্য অধিদফতরের কর্মকর্তারাসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।।