ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার ঘটনায় সামাজিকমাধ্যমজুড়ে চলছে তুমুল সমালোচনা। অনলাইনে প্রায় ৬৭ ভাগ মানুষ আসিফ মাহতাবের পক্ষে মতামত দিয়েছেন। কালবেলার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে চালানো মতামত জরিপে এমন তথ্য দেখা গেছে।
সোমবার (২২ জানুয়ারি) থেকে বুধবার সকাল পর্যন্ত চালানো জরিপে পাঁচ লাখেরও বেশি মানুষ মতামত দিয়েছেন।
শরীফ থেকে শরীফা’ গল্পের পাতা ছেঁড়ায় শিক্ষক মাহতাবকে চাকরিচ্যুত করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আপনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত সমর্থন করেন? এমন শিরোনামে গত সোমবার কালবেলার ইউটিউব চ্যানেল ‘কালবেলা নিউজ’-এ একটি মতামত জরিপ চালু করা হয়। বুধবার সকাল ১১টা পর্যন্ত সেখানে মতামত দেন ৬৭ হাজার ১৩২ জন।
জরিপে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত সমর্থন করেন ৫ ভাগ বা ৩ হাজার ৩৫৬ জন। আর আসিফ মাহতাবকে বহিষ্কারের বিপক্ষে মত দেন ৯৩ শতাংশ বা ৬২ হাজার ৪৩২ জন। এ ছাড়া মন্তব্য নেই অপশনে মতামত দেন ২ শতাংশ বা ১ হাজার ৩৪২ জন।
ইউটিউব ছাড়াও কালবেলার ওয়েবসাইটে মতামত জরিপ করা হয়। সোমবার রাত ৮টা ৩৬ মিনিট থেকে চালু হওয়া মতামত জরিপে বুধবার সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত মতামত দেন ৪ লাখ ৩৭ হাজার ১শ ৯৩ জন।