দৈনিক মহাস্থান পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ এর পিতা মুসা মোল্লা (৮৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি——রাজিউন)। গত সোমবার রাত ১২টা ৪০ মিনিটে বগুড়া পৌর শহরের ফুলবাড়ী উত্তর পাড়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মরহুমের নামাজের জানাজা গত সোমবার বাদ যোহর ফুলবাড়ী উত্তর পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ সংলগ্নে মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফুলবাড়ী উত্তর ও মধ্যপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক আব্দুল খালেক বাবলু, ইঞ্জিনিয়ার মোন্তাজুর রহমান, পৌরসভার ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি টিপু সুলতান, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিক, দৈনিক বগুড়ার ফটো সাংবাদিক মমিনুর রশিদ শাইন, দৈনিক উত্তর কোণের সিনিয়র রিপোর্টার শমসের নূর খোকন, আমার সুন্দর দেশ পত্রিকার ফটো সাংবাদিক কামরুল হাসান কমল, চঁাদনী বাজারের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম আকাশ, সাংবাদিক শুভ, মুক্তিযোদ্ধা ৭১ সংবাদের জেলা প্রতিনিধি রিপন ইসলাম, দৈনিক মাহাস্থান পত্রিকার ক্যামেরাপার্সন আহসান হাবিব সেলিম, শুভসহ স্থানীয় মসজিদের ইমাম মুয়াজ্জিন ও শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা। উল্লেখ্য, গত ১১ই জানুয়ারি রাত সাড়ে ৮টায় রাশেদের এক বছরের কন্যা সন্তান রিমি সুলতানা রোজা আকস্মিক মৃত্যুবরণ করেছেন। কন্যার, শোক কেটে উঠতে না উঠতেই বাবার মৃত্যুতে পরিবার এবং প্রতিবেশীদের শোকে ভারাক্রান্ত করে তুলেছে।।