স্টাফ রিপোর্ট : নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম জানিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে প্রয়োজনতার কথা বলেছেন বগুড়ার জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী। তিনি বলেন নতুন কারিকুলামে শিক্ষার্থীরা আরও সৃষ্টিশীল মনস্ক হবে এই শিক্ষা ব্যবস্থায় কো কারিকুলাম অ্যাক্টিভিটি এর গুরুত্ব বেশি দেওয়া আছে সেই সাথে কারিগরি শিক্ষার বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান। বুধবার বগুড়া শহরের জলেশ্বরীতলায় অবস্থিত দা’ হলি কুরআন এন্ড সাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও অভিভাবক সমাবেশে এসব কথা বলেন জেলা শিক্ষা কর্মকর্তা। এ সময়ে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া জেলার সভাপতি ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু, বিসিএস স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক একেএম সোলায়মান হোসেন, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য আতিকুল আলম লেবু, পরিচালক তানভীর আলম, সহকারী পরিচালক আশিকুল আলম শুভ, প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক, প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, সিনিয়র শিক্ষক নিপা নিহার, সাহিদা আক্তার, লিমা বেগম, শফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, নাঈম ইসলাম, মঞ্জিলা আক্তার, পরান সরকার সহ দা’ হলি কুরআন অ্যান্ড সাইন্স স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।