কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্য এবং বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন জানান, নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে তাদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহজনক দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।