বগুড়া-৬ (সদর) আসনে শহরের একটি সড়ক সকাল থেকে বন্ধ রেখে নির্বাচনী জনসভা করেছেন আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের কারমাইকেল সড়কে খান্দার মোড়ে এই জনসভার আয়োজন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের আয়োজনে নৌকা মার্কার নির্বাচনী জনসভার আয়োজন করে। এজন্য সকাল ১০টার দিকে খান্দার মোড়ে কারমাইকেল সড়কটির প্রায় ২০০ মিটার বন্ধ করে দেওয়া হয়। পরে ওই সড়কের ওপর তিন শতাধিক চেয়ার বসিয়ে একটি সভা মঞ্চ তৈরি করা হয়। বিকেল ৪টার দিকে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিলের সঞ্চালনায় জনসভা শুরু হয়। সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম-সাধারণ সম্পাদক সগার কুমার রায় ও যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটন বক্তব্য রাখেন। প্রায় এক ঘণ্টা পর সেখানে বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী রাগেবুল আহসান রিপু উপস্থিত হয়ে বক্তব্য দেন। এসময় তিনি সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান। এতে করে সন্ধ্যা পর্যন্ত শহরের কারমাইকেল সড়কে খান্দার মোড় থেকে সেউজগাড়ি পর্যন্ত সবরকম যানবাহন চলাচল বন্ধ ছিল।
আজগর আলী নামের এক অটোরিকশা চালক বলেন, শহরের মূল সড়ক বন্ধ করে জনসভা করায় ভোগান্তি সৃষ্টি হয়েছে। অতিরিক্তি সময় নষ্ট করে অন্য সড়ক ঘুরে যেতে হচ্ছে।
মোর্শেদ আলী নামে এক বৃদ্ধ জাগো নিউজকে বলেন, খান্দারের এ সড়কটি আমাদের চলাফেরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই পথ ধরে চলাচল করি। হুট করে সড়কের মাঝে সমাবেশ দেখে বিস্মিত হয়েছি। এমনিতেই শহরে যানজট বেশি। এজন্য আজ আরও বেশি ভোগান্তি পোহাতে হয়েছে।
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটন বলেন, আশেপাশে কোন জায়গা না থাকায় ওয়ার্ড যুবলীগ সড়কেই জনসভার আয়োজন করেছে। সেখানে স্থানীয় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। কেউ কোন অভিযোগ করেনি। এছাড়াও পাশেই বিকল্প সড়ক ছিল তাই ভোগান্তিও হয়নি।
বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু বলেন, সকাল থেকে সড়ক বন্ধ রেখে জনসভা হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা ছিল না। বিষয়টি খুবই দুঃখজনক। এরপর থেকে লক্ষ্য রাখা হবে।
বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কেউ যদি সড়ক বন্ধ করে চলাচল বাধাগ্রস্থ করে জনসভা করলে তা আচরণবিধির লঙ্ঘন। এখনও কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।