মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
সমাজ ও রাষ্ট্রের কল্যাণে, মানবতার স্বার্থে সত্য সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। বুধবার (৩ জানুয়ারি) সকালে লাকসামে কর্মরত সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম এ আহ্বান জানান।
তিনি বলেন, কাজ করতে গেলে কিছু অসঙ্গতি থাকতেই পারে। সঠিক তথ্য সংবলিত সত্য সংবাদ প্রকাশের ফলে এসব অসঙ্গতি নজরে আসে। সংশোধন করতে সুবিধা হয়।
তিনি আরও বলেন, মিথ্যা তথ্য সংবলিত, অতিরঞ্জিত-কাল্পনিক সংবাদ অনেক সময় জাতির জন্য বিপর্যয় ডেকে আনে। নীতি-নৈতিকতা ও সত্যাশ্রয়ী সংবাদ জাতিকে সঠিক পথের দিশা খুঁজে নিতে সহায়ক। সাংবাদিকরা সমাজের সঠিক চিত্র তুলে ধরার মাধ্যমে অঙ্গতিপূর্ণ বিষয়গুলো দূরীকরণে সহায়তা ভূমিকা পালন করেন। এ সময় তিনি আর্থ-সামাজিক উন্নয়নে, রাষ্ট্র ও সমাজের কল্যাণে, মানবতার স্বার্থে সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশের আহ্বান জানান।
লাকসাম প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সেক্রেটারি অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাংবাদিক আরিফুর রহমান স্বপন, মিজানুর রশিদ, নুর উদ্দিন জালাল আজাদ, মো. আবুল কালাম, কামাল উদ্দিন, আবদুর রহিমসহ লাকসামে কর্মরত সংবাদ কর্মীবৃন্দ।