স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের মামলায় আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সোনাতলা উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) ভোরে সোনাতলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আব্দুল মতিন ওই উপজেলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
সোনাতলা থানা পুলিশ জানায়, গত রোববার রাতে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া চারমাথা এলাকায় রিজভী আহম্মেদ (৪৫) নামে এক ব্যক্তির ওপরে হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত রিজভীকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় রিজভীর স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সোনাতলা থানায় মতিনসহ ৭ জনের নামে মামলা দায়ের করেন।
মামলায় সাথী বেগম উল্লেখ করেন, তার স্বামী আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কেএসএম মোস্তাফিজার রহমান শ্যামলের কর্মী। শ্যামলের ‘ঈগল মার্কা’র পক্ষে কাজ করার কারণে আওয়ামী লীগ নেতা মতিন তার ওপর ক্ষিপ্ত ছিল। নৌকার পক্ষে কাজ না করে ঈগলের ভোট করার কারণে রোববার রাতে মতিন দলবল নিয়ে রিজভীর ওপরে হামলা করে। তাকে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রিজভী।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, স্বতন্ত্র প্রার্থীর ওই সমর্থকের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।