আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে দ্বিতীয় দিনের মতো বগুড়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের উপশহর বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম এর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। গনসংযোগকালে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দেশের মানুষ এখন ভোটাধিকার ফেরত চায়। সেই ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এ সরকারের ওপর জনগণের আর বিশ্বাস নেই। তাই তামাশার নির্বাচন বর্জন করার জন্যই আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, এ সংসদ ভেঙে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এসময় বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটন, কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, কাউন্সিলর তৌহিদুল আলম বিটু, কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা যুবদল নেতা শামীম, জেলা ছাত্রদল নেতা রাঙ্গা, নাহিদ, শহর বিএনপির নেতা আলী হায়দার তোতা, শামীম, খোরশেদ আলম, সাইফুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেটে বিএনপি নেতারা ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোটগ্রহণে কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারের সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিলসহ প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন বর্জন, মিথ্যা ও রাজনৈতিক মামলার আসামিরা আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও বর্তমান সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে সারাদেশে ২১, ২২ ও ২৩ তারিখে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ২৪ তারিখে সকাল সন্ধ্যা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো।।