কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে দিল মোহাম্মদ নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার বালুখালী জামতলী ১৫নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দিল মোহাম্মদ (২৮) ১৫নং ক্যাম্পের আবুল হাশিমের ছেলে।
রোহিঙ্গাদের বরাতে ওসি জানান, সন্ধ্যার দিকে ১৫ নম্বর ক্যাম্পের এক যুবককে অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নিয়ে যান। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন চৌধুরী বলেন, সম্প্রতি রোহিঙ্গা শিবিরে গোলাগুলি ও সন্ত্রাসী ঘটনা বেড়েছে। শিবিরে চিরুনি অভিযান শুরু হলে কিছুটা অপরাধ কমবে।
ওসি আরও বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।