এসএ জাহাঙ্গীর তুহিন (৪১), পিতা-মৃত আজাহার তালুকদার, সাং-চক দাদরা উপচক, থানা ও জেলা-জয়পুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, গত ২১ তারিখ সকাল অনুমান ১১ টায় জয়পুরহাট থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়ক সম্পাদক এর কার্যালয়ের সামনে লক করে রাখা ১৫০ সিসি HONDA Trigger মোটর সাইকেল যাহার রেজিঃ নং-আবেদনকৃত, চেসিস নং-PSOKC1900KH203238, ইঞ্জিন নং-KC19EA0000196, বাজার মূল্য অনুঃ ১,৭২,০০০/-(এক লক্ষ বাহাত্তর হাজার) টাকা, অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। এর প্রেক্ষিতে জয়পুরহাট জেলার সদর থানায় অজ্ঞাতনামা চোর বা চোরদের আসামী করে জয়পুরহাট জেলার সদর থানার মামলা নং-৩৯, তাং-২২ ধারা-৩৭৯ পেনাল কোড মামলাটি রুজু হয়। মোটর সাইকেল চুরির সময়কালের সিসি ফুটেজ র্যাব-১২, সিপিএসসি, বগুড়া সংগ্রহ করতঃ পর্যালোচনা করে অজ্ঞাতনামা চোর বা চোরদের সনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ায় গোপন সংবাদে জানতে পারে যে, মামলার আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য আসামী তাওসিব হাসান @ নাদিম (২১), পিতা-মোঃ আতোয়ার হোসেন, সাং-মালঞ্চা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট বগুড়া জেলার শাজাহানপুর থানার ফটকি ব্রীজ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিএসসি, বগুড়ার আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য তাওসিব হাসান নাদিমকে মোটর সাইকেল বিক্রিয়কৃত ১৭,১৯০/-টাকাসহ গ্রেফতার করে। ধৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ইতিপূর্বে ৮ থেকে ১০টি মোটর সাইকেল চুরি করেছে এবং ধৃত আসামীর পিসি/পিআর যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২টি চুরি মামলা, জয়পুরহাট জেলার সদর থানায় ২টি চুরি মামলা ও পাঁচবিবি থানায় ৩টি চুরি মামলা আছে। র্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। উল্লেখ্য যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবত মোটর সাইকেল চুরির কাজে আন্তঃজেলা চোর চক্রের সাথে জড়িত। সে অত্যন্ত চতুর হওয়ায় ধরা ছোঁয়ার বাইরে ছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানা, জয়পুরহাটে সোপর্দ করা হয়।