দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় বিএনপির সাবেক দুই নেতার পক্ষে ভোটের মাঠে নামায় দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. কেএম হুমায়ুন কবির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- কাহালু উপজেলা বিএনপির সদস্য ও কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মেহেদী হাসান রুঞ্জু, কাহালু সদর ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ভিপি আব্দুল মান্নান, কাহালু পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (আলম), সারিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমান মদন, সহিদুল ইসলাম স্বপন, পৌর সদস্য লুৎফর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতি, পৌর বিএনপির সদস্য সাইফুল ইসলাম নিপুল, শাহজাহান আলী ও সোহেল সরকার।
বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. কে এম হুমায়ুন কবির বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা এবং বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী শোকরানার পক্ষে কাজ করার অভিযোগ উঠলে ১১ নেতাকর্মীর নাম কেন্দ্রে পাঠানো হয়। পরে মঙ্গলবার কেন্দ্রীয় নির্দেশনায় ১১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।