বগুড়ায় আওয়ামী মৎস্যজীবী লীগের নির্বাচনী মতবিনিময় ও জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের স্থানীয় একটি হোটেলে জেলা মৎস্যজীবী লীগ এ সভার আয়োজন করে। সংগঠনের জেলার সহ-সভাপতি সৈয়দ রায়হানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী ও নৌকার পক্ষে মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একটি করে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় এমন কোন কাজ করা যাবে না। তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। ঐ দিন সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি গোলাম আহাদ, অরুপ কুমার, সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুদেব শাহা, দপ্তর সম্পাদক আব্দুল কাদের তানিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহাফুজার রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোবারক আলী, ক্রীড়া সম্পাদক আলা উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রিমা খাতুন, দ্বীপ, সদস্য রহমান, শফিকুল, জাকির হোসেন, জেসমিন, বাপ্পি, সৈকত, সদর উপজেলার আহ্বায়ক আরাফত, পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক ইলিয়াস, সোনাতলা উপজেলার আহ্বায়ক খোকন, সদস্য সচিব তাহের, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব ফারুক, শাজাহানপুর উপজেলার সদস্য সচিব তুষার, মৎস্যজীবী লীগ নেতা করিম, বুলেট সরকার, বাবলা, হোসেন, রুস্তম, আনিছারসহ প্রমুখ।।