বগুড়ায় জালিয়াতির মাধ্যমে অন্যের জায়গা ভোগ দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সারিয়াকান্দি উপজেলার হাওড়াখালী গ্রামের ভুক্তভোগী সজিব হোসেন। সোমবার (১১ ডিসেম্বর)বেলা দেড়টায় বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে সজিব হোসেন বলেন সারিয়াকান্দি উপজেলার রৌহাদহ মৌজার জামির পরিমান-৫ একর ৯১ শতক।
উক্ত সম্পত্তি আমাদের মৌরশ নইম উদ্দিন প্রামানিকের নামে লিপিবদ্ধ আছে। আমরা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া উক্ত সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তি দীর্ঘদিন যাবৎ নিস্কন্টক অবস্থায় ভোগ দখল করে আসছে। গত কয়েক বছর পূর্বে যমুনা নদীর পশ্চিম তীর সংরক্ষন বাঁধ নির্মাণের জন্য এলএস কেস তপশীল বর্ণিত সম্পত্তি হইতে ৬৫ শতাংশ সম্পত্তি অধিগ্রহণ করেন।
উক্ত সম্পত্তি আমরা বাঁধ নির্মাণের জন্য ছেড়ে দেই এবং উক্ত দাগের অবশিষ্ট সম্পত্তি আমরা একখন্ড করি। অধিগ্রহণকৃত সম্পত্তির টাকা উত্তোলনের নোটিশ পাওয়ার পর টাকা উত্তোলনের জন্য খাজনা পত্র সহ বগুড়া এল.এ অফিসে যোগাযোগ করে জানতে পারি যে, সম্পত্তি বিগত আর এস জরিপ আমলে আমাদের নিরক্ষরতার সুযোগ আমাদের প্রতিবেশী জনৈক বিলাত আলীর সন্তান মোশারফ এবং হাইচ সরকারগণ নিজেদের নামে আর এস রেকর্ড করে উক্ত টাকা উত্তোলনের অপচেষ্টা করিতেছে। আমরা বিষয়টি অবগত হইয়া সংশোধনের জন্য আদালতের আশ্রয় গ্রহণ করিয়াছি। যাহা বর্তমানে বিচারাধীন এবং স্বাক্ষী ও জেরা চলমান রহিয়াছে।।