বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেছেন শেখ হাসিনা সরকারের উন্নয়নে কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সঠিক জনপ্রতিনিধি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই মানুষের কাছে যেতে হবে। সারাদেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে বগুড়া পৌর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য রিপু বলেন বগুড়ার সকল উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ছাত্রলীগের নেতাকর্মীদের ঘরে বসে থাকলে চলবে না। তাদের মাঠেঘাটে কাজ করতে হবে। মানুষের মাঝে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জয়গান ছাত্রলীগের নেতাকর্মীদের গাইতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে থাকলে জয় আমাদের সুনিশ্চিত।
বগুড়া পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য গৌতম কুমার, প্রভাষক কামরুল হুদা উজ্জল, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোহা, আতিক হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক প্লাবন, সাংগঠনিক সম্পাদক নোমান আল সাব্বির প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুবুল হক শাফিন, কাওসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, আসিফ শেখ, তানভীর রহমান কৌশিক, সাংগঠনিক সম্পাদক তানিন আহমেদ, মোহাইমিনুল হাসান মীম, দপ্তর সম্পাদক মোস্তফা আল মামুন, পৌর ছাত্রলীগ নেতাজাকারিয়া পারভেজ, মারুফ, রোহান, আশিক, উজ্জল, শুভ, মেহেদী, আলিফ, জন, আকাশ, হাসিব, হুরাইরা, মোমিন, আহাদ, জীম সহ আরও অনেকে।।