মহাস্থান নিউজ:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রেজিষ্ট্রেশনকৃত আড়াই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে গণিত উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বীর বিক্রম শহীদ লেঃ আহ্সানুল হক ডিগ্রী কলেজে ‘বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু গনিত ও বিজ্ঞান ক্লাব’ ব্যতিক্রম এই আয়োজনটি করে।
সান্তাহারের বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মামুন-উর রশিদ মামুন জানান, সকালে কলেজের অধ্যক্ষ একেএম আসাদুল হক বেলাল গণিত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। এ আয়োজনে তানভির হাসান নয়ন সার্বিক সহযোগীতা করেছেন। ঘন্টাব্যপী চলা এই উৎসবে দায়িত্ব পালন করেন ওই কলেজের উপাধ্যক্ষ বাবুল হোসেন, সহকারি অধ্যাপক (গণিত) দিলীপ কুমার, মাসুদ রানা, সেলিনা আক্তার, সাদেকুল ইসলাম,কাজী মো. বেলাল হোসেন, মাহাতাব উদ্দীন, ইউনুছ আলী, শাহানাজ বেগম, এনামুল হক, মানিকুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক জিয়াউল হক, মাহমুদা আক্তার, শরীর চর্চা শিক্ষক দেওয়ান আল আমিন, উত্তম কুমার ভৌমিক প্রমুখ।
গণিত উৎসবে সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমী, কদমা, উৎরাইল, ছাতনী-ঢেকড়া, হার্ভে সর: বালিকা, বি.পি, আহসানউল্লাহ্, এসএমআই একাডেমী, পৌর বালিকা, শের-এ বাংলা, ছাতিয়ানগ্রাম দ্বী-মূখি, ছাতিনগ্রাম বালিকা, নওগাঁ জিলা, সীমান্ত পাবলিক, বিয়াম স্কুল এন্ড কলেজ, আদমদীঘি আইপিজে ও আদমদীঘি বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে।