মহাস্থান নিউজ:
বগুড়ার ধুনট উপজেলায় কাঠাল গাছের পাতা পাড়ার জন্য ডাল ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মিশু মিয়া (১৭) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ধুনট-গোসাইবাড়ি পাকা সড়কের চান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু মিয়া চান্দারপাড়া গ্রামের গোলবার হোসেনের ছেলে। সে ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে চান্দারপাড়া গ্রামে পাকা সড়কের পাশে কাঠাল গাছে পাতা পাড়ার জন্য ওঠে।
ওই গাছের উপর দিয়ে বিদ্যুতের সঞ্চালক তার ছিল। পাতার জন্য ডাল ভাঙতে গিয়ে অসাবধানতা বশত সে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কারো কোন অভিযোগ নেই। আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।