স্টাফ রির্পোটার: অনন্ত সেলিম
বগুড়ায় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাবেক স্পনসরড শিশুদের সংগঠন ইয়ূথ ফোরাম। জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সদরের রাজাপুর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় কর্মসূচিটি উদ্বোধন করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক ডা. পল্লব কুমার সেন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা।
বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়ের সভাপতিত্বে পরিবেশ রক্ষায় গৃহীত এই কর্মসূচিতে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম খান রাজু, ওয়ার্ল্ড ভিশন বগুড়া রিজিওন অফিসের ফিল্ড স্পন্সরশিপ ও চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর রিচার্ড অজয় সরকার এবং জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি ইফতেখার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রায় ৩৫ টি পরিবারকে ফলজ ও ঔষধি দুইটি বৃক্ষ বিতরন করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে একটি অর্জুন ও একটি নিম গাছ রোপণ করা হয়। কর্মসূচিতে ইয়ূথ লিডার আহসান হাবিব, তোহা, জীবন আহম্মেদ, মো. হাসান, মেহেদিসহ ইউনিয়ন পরিষদের ৬ জন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।