মহাস্থান নিউজ:
হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত বিগ আইল্যান্ড ও মাউইতে দাবানল ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে। হাওয়াইয়ের শত মাইল দূর দিয়ে যাওয়া হারিকেন ডোরার প্রভাবের কারণে বাতাসের তীব্রতা বাড়ায় দাবানল পরিস্থিতির আরও অবনতি ঘটছে। দাবানলের হাত থেকে রেহাই পেতে মা্উই দ্বীপের কয়েক জন বাসিন্দা সাগরে ঝাঁপিয়ে পড়েছেন বলে বুধবার জানিয়েছে সিএনএন।
মঙ্গলবার থেকে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে বিগ আইল্যান্ড ও মাউইতে। চার মাত্রার হারিকেন ডোরার প্রভাবের কারণে বাতাসের গতিবেগ বাড়ায় বুধবার পরিস্থিতির আরও অবনতি হয়।
বুধবার ভোরে অ্যাসোসিয়েটেড প্রেসকে মাউই কাউন্টির মুখপাত্র মাহিনা মার্টিন বলেছেন, পর্যটকদের কাছে জনপ্রিয় ঐতিহাসিক ফ্রন্ট স্ট্রিটসহ লাহাইনায় দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা গেছে, লাহাইনার সামনের রাস্তায় যেন অগ্নিশিখার প্রাচীর নেমে এসেছে। ওই এলাকার বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।
মাউই কাউন্টিতে ‘ধোঁয়া ও আগুনের কারণে সাগরে ঝাঁপ দেওয়ার পর’ ১২ জনকে উদ্ধার করেছে কোস্টাগার্ড। বুধবার কোস্ট গার্ড এবং কাউন্টি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মাউই কাউন্টির কর্মকর্তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘কোস্টগার্ড ওই ব্যক্তিদের নিরাপদ এলাকায় নিয়ে গেছে।’