মহাস্থান নিউজ:
কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ আধুনিক সদর সরকারি হাসপাতালসহ সাতটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে রোগীদের চিকিৎসাসেবায় দারুণ ব্যাঘাত ঘটছে।
প্রতিটি হাসপাতালে একদিকে রোগী আসে, অন্যদিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এসে ভিড় জমায়। চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের সিরিয়ালের পাশেই তারা জোটবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন। নিজেদের কাজের প্রয়োজনে হাসপাতালের নিয়ম লঙ্ঘন করে প্রেসক্রিপশন দেখতে চেয়ে রোগীদের বিরক্ত করেন। রোগীরা একাধিকবার হাসপাতালে এ বিষয়ে অভিযোগ করলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। একই চিত্র জেলার অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারেও।
সরেজমিনে জেলার হাসপাতালগুলো ও ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখা গেছে, সেখানে রোগীদের চারপাশে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের ছড়াছড়ি। হাসপাতালের বহির্বিভাগে ও ডায়াগনস্টিক সেন্টারে তাদের আড্ডা চলে। রোগীরা ডাক্তারের কক্ষ থেকে বের হতেই সাত-আট জন তাদের ওপর হুমড়ি খেয়ে পড়েন। রোগীদের প্রেসক্রিপশনে ওষুধের বিবরণ জানতে, প্রেসক্রিপশনের ছবি তুলতে রোগীদের প্রচণ্ড বিরক্ত করেন তারা। রোগীদের রোগের বিবরণ জেনে চিকিৎসকদের নিজেদের কোম্পানির ওষুধ দেওয়ার সুপারিশ করেন তারা। সরকারি হাসপাতালে রোগী দেখার সময় তারা গিয়ে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সরকারি হাসপাতালে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের সপ্তাহে দুই দিন দুপুর ১টার পর চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করার সময়। অথচ সকাল থেকেই হাসপাতালে ভিড় করেন তারা।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন উর রশিদ জানান, সরকারি হাসপাতালে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের সপ্তাহে দুই দিন দুপুর ১টার পরে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই দুই দিন ছাড়া সকাল থেকেই হাসপাতালে ভিড় করলে ব্যবস্থা নেওয়া হবে।