দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
গতকাল মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনের কর্মসূচির মধ্যে ছিল এ দিন সকালে পরিষদ চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোছা: শামছুন্নাহার, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আখতার, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল, অধ্যক্ষ আবুল বাসার, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুনিরুল ইসলাম মুন্না, ছাত্রলীগ নেতা নূর ইসলাম, প্রভাষক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর হতে দুঃস্থ প্রশিক্ষণ প্রাপ্ত ৬জন মহিলার মাঝে ৬টি সেলাই মেশিন প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার সুমন।