দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
গতকাল বুধবার বিকালে দুপচাঁচিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও প্রাথমিক শিক্ষক সমিতির সহযোগিতায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্তিতা এই ফাইনাল খেলায় বঙ্গবন্ধু টুর্ণামেন্টের দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম উনাহত সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। অপর দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টে বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তালোড়া খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পাড়ায় খেলা দুটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে উনাহত সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ও বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে জয়লাভ করে।
খেলা দু’টি পরিচালনা করেন, এমকে আলম তাকে সহযোগিতা করেন, হরেন্দ্রনাথ ও আবু হোরাইয়া সবুজ। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল মহলদার আমিন, সহকারী শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন প্রমুখ। পরে উভয় চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মাঝে ট্রফি প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও ইউএনও সুমন জিহাদী। সমগ্র সভাটি পরিচালনা করেন, সাবেক ব্যাংকার আজিজুল হক।