দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
গতকাল মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকালে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক, মৎস্য চাষী ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, সাহিদুর রহমান কয়েন, মাহবুব সাদিক, হ্যাচারী মালিক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, সহকারী মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম। পরে সফল ৪জন মৎস্য চাষীর মাঝে পুরস্কারের ক্রেস্ট প্রদান করা হয়। শেষে পরিষদ চত্বরের পুকুরে আনুষ্ঠানিক ভাবে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।