গাবতলী (বগুড়া) প্রতিনিধি: আমিনুল আকন্দ
বগুড়ার গাবতলীতে ‘নিরাপদে মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এক মতবিনিময় সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান। সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভুঁঈয়া, গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি রায়হান রানা, সহ-সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, প্রচার সম্পাদক আরিফুর রহমান বয়েল, আল আমিন, নজরুল ইসলাম, রিয়াজ, বিপ্লব রহমান, সামিউল ইসলাম শামীম, রিপন, হ্যাচারী মালিক আতাউর রহমান খোকন প্রমুখ।
সভায় মৎস্যজীবি, মৎস্যচাষী, হ্যাচারি মালিক, মৎস্য আড়তদার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।